Skip to content

খড়গপুরের গোলেবাজারে অলংকার লজে এক যুবকের পচা দেহ উদ্ধার হলো!

নিজস্ব সংবাদদাতা : ২৫শে এপ্রিল শুক্রবার খড়গপুরের গোলেবাজারে অবস্থিত অলংকার লজের একটি কক্ষে একটি ঝুলন্ত অর্ধ-পচা দেহ পাওয়া যায়। খড়গপুরের গোলবাজারের অলংকার লজে একটি পচা মৃতদেহ পাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে যে, ২৩শে এপ্রিল দুপুর আড়াইটার দিকে লজের দ্বিতীয় তলার একটি ঘরে বাঁকুড়ার ২৪ বছর বয়সী এক যুবক অবস্থান করেছিল। ম্যানেজার অক্ষয় ভূঁইয়া বলেন, মৃত ব্যক্তি কম টাকা দিয়েছিলেন তাই গতকাল তার সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল কিন্তু দরজা না খোলায় ধারণা করা হয়েছিল যে তিনি হয়তো ঘুমাচ্ছেন। এরপর, শুক্রবার সকালে ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল এবং খড়গপুর পুলিশকে খবর দেওয়া হলে, খড়গপুর টাউন পুলিশ লজে পৌঁছে দরজা ভেঙে দেখতে পায় যে যুবকটি ফাঁসির দড়ি দিয়ে ঝুলছে। শরীর পুনরুদ্ধার করা হয়েছে তদন্ত চলছে খড়গপুরের টাউন পুলিশ।

Latest