নিজস্ব সংবাদদাতা: ঘাটাল মহকুমার সমাজকর্মী ও ক্যারাটে প্রশিক্ষক তথা এসইউসিআই(কমিউনিস্ট)দলের ঘাটাল লোকাল কমিটির কর্মী,ছাত্র সংগঠন এ আই ডি এস ও 'র রাজ্য কমিটির সদস্য,বিজ্ঞান আন্দোলনের জেলার অন্যতম সংগঠক তন্ময় মাইতি গতকাল ২৮ জুলাই,২০২৫ সকালে দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫০ তম স্মরণ দিবস ৫ ই আগস্টের কর্মসূচির প্রস্তুতিতে ঘাটালের দেবেন্দ্র ভবনের দলীয় অফিসে বেলা সাড়ে এগারোটা নাগাদ উদ্ধৃতি প্রদর্শনীর কাজ করতে করতেই হঠাৎ করেই সিভিয়ার হার্ট অ্যাটাক (Severe HEART ATTACK)-এ আক্রান্ত হয়। দলীয় কর্মীরা তৎক্ষণাৎ ওকে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করলে ডাক্তারবাবু ১১ঃ৫৩ মিনিটে ওকে 'মৃত' বলে ঘোষণা করেন। মৃত্যুকালে ওর বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর। ২৯ জুলাই মঙ্গলবার বিকেলে ঘাটাল হাসপাতালের মর্গে পোস্টমর্টেমের পর মৃতদেহ ঘাটালের দলীয় অফিসে আনা হয়। ওখানে দলের নেতা-কর্মী সহ শুভানুধ্যায়ীরা ফুলমালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানাতে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমল সাঁই,পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক কমিটির জেলা সম্পাদক প্রণব মাইতি,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুজিত মাইতি প্রমূখ। এছাড়াও শ্রদ্ধা জানান 'ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি'র যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি,ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির পক্ষে ঘাটাল মহকুমা সভাপতি তাপস পোড়েল,রাজ্য সম্পাদক তপন সী ,জাস্টিস ফর আর জি কর মহকুমা গ্রুপের পক্ষে বিদুষী মান্না,অধ্যাপিকা অর্পিতা মন্ডল,এ আই ডি এস ও'র পক্ষে অভিষেক দেবনাথ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। এরপর মরদেহ গৌরাস্থিত ওর বাড়িতে নিয়ে যাওয়া হলে পরিবারের লোকজন শেষ শ্রদ্ধা জানায় তন্ময়কে। আরো পরে তন্ময়ের মরদেহ ওর পূর্বের কর্মস্থল মেদিনীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে দলীয় নেতা-কর্মী সহ ক্যারাটে সংগঠনের নেতৃবর্গ মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানান। অতঃপর মেদিনীপুরের বৈদ্যুতিক চুল্লিতে রাত্রিতে শেষকৃত্য সম্পন্ন হয়।দলের ঘাটাল লোকাল কমিটির সম্পাদক অঞ্জন জানা বলেন,দলের আবেদনকারী সদস্য তন্ময় মাইতির মৃত্যুতে দল একজন সক্রিয় কর্মীকে হারালো। তন্ময়ের পরিবারের সবাইকে সমবেদনা জানাচ্ছি।ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি বলেন,গৌরার বাসিন্দা তন্ময় মাইতি আমাদের কমিটিরও গুরুত্বপূর্ণ সংগঠক হিসাবে দায়িত্ব পালন করত। ওর অকাল মৃত্যুতে আমরা ওর স্ত্রী তনুশ্রী সহ শোকসন্তপ্ত পরিবার,আত্মীয়-স্বজন সবাইকে গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছি।