Skip to content

হায়দ্রাবাদে সাঙ্গারেড্ডি জেলার বিষ্ফোরণ কান্ডে ঘাটাল দাসপুর ১ ব্লকের দুজন নিখোঁজ!

নিজস্ব সংবাদদাতা : সোমবার সকালে হায়দরাবাদের কাছে সাঙ্গারেড্ডি জেলায় পাশমাইলরামের সিগাচি ইন্ডাস্ট্রিজের রাসায়নিক কারখানায় হঠাৎ বিস্ফোরণ হয়।তেলাঙ্গানার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২। ওই কারখানায় কর্মরত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটাল দাসপুর ১ ব্লকের হরিরাজপুর গ্রামের একই পাড়ার চারজন শ্রমিক। তাঁদের মধ্যে দুই শ্রমিক এখনো নিখোঁজ, একজন আশঙ্কাজনক অবস্থায় হায়দরাবাদের হাসপাতালে আইসিইউ-তে ভর্তি রয়েছেন।নিখোঁজ দুই শ্রমিক হলেন অসীম টুডু (৩৮) ও শ্যামসুন্দর টুডু (২৭)।

তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলরামে একটি ওষুধ কারখানায় বিস্ফোরণের পর উদ্ধার কাজ চলছে।ছবি: পিটিআই

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শ্যামসুন্দরের বাবা তারাপদ টুডু (৫৫)ভর্তি রয়েছেন । ওই কারখানার আরও এক কর্মী রাজীব টুডু (২৭) বিস্ফোরণের সময় কাজে না থাকায় অক্ষত রয়েছেন এবং বর্তমানে গ্রামেই অবস্থান করছেন। সোমবার তেলাঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজনারসিমা সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের সময় প্রায় ৯০ জন কর্মী সেখানে কাজ করছিলেন।অন্যান্য শ্রমিকদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘বিস্ফোরণে শিল্প শেডটি সম্পূর্ণরূপে উড়ে যায় এবং বিস্ফোরণের তীব্রতায় কয়েকজন শ্রমিক বাতাসে উড়ে প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়ে।তিনি বলেন, ‘সংস্থাটি কোন সুরক্ষা সতর্কতা ছাড়াই কাজ করছে। অনেক মানুষ আহত হয়েছেন এবং মারা গেছেন।’তিনি আরও অভিযোগ করেন যে কর্তৃপক্ষ প্রকৃত হতাহতের সংখ্যা গোপন করছে। সোমবার ভয়াবহ বিস্ফোরণে কারখানাটি পুরো ধসে পড়েছে। পাশাপাশি আগুন দ্রুত কারখানার আশেপাশের ভবনগুলোতেও ছড়িয়ে পড়ে।

Latest