নিজস্ব সংবাদদাতা : শনিবার রাতে নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্টের ঘটনায় প্রাণ গেছে অন্তত ১৮ জনের।প্ল্যাটফর্ম নম্বর ১২, ১৩, ১৪, ১৫ এবং ১৬ নম্বরে অতিরিক্ত ভিড়ের চাপে ঘটে দুর্ঘটনাটি। জানা গিয়েছে, মহাকুম্ভে যাওয়ার জন্য নয়াদিল্লি স্টেশন থেকে ট্রেন ধরতে নয়াদিল্লি স্টেশনে অপেক্ষা করছিলেন শয়ে শয়ে যাত্রী। এদিকে ট্রেন আসতে দেরি হচ্ছিল। রাত সাড়ে আটটা নাগাদ বারাণসীগামী শিবগঙ্গা এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢোকার সঙ্গে সঙ্গে ট্রেন ধরতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্য়ে। তখনই ভিড়ের চাপে শুরু হয় ধাক্কাধাক্কি ৷ তার মধ্যেই পড়ে যান কিছু পুণ্যার্থী, যাত্রী ৷ লোক নায়ক হাসপাতাল প্রশাসন ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মৃতদের মধ্যে ১০ জন মহিলা এবং ৩ জন শিশু ও রয়েছে ৷

