Skip to content

দিল্লিতে ইচ্ছাকৃত ভাবে গাড়ি দিয়ে পিষে খুন কর্তব্যরত কনস্টেবলকে,ধৃত এক মত্ত সওয়ারি!

1 min read

নিজস্ব সংবাদদাতা : রবিবার গভীর রাতে দিল্লির নাংলোই এলাকায় প্রতিশোধ নিতে ইচ্ছাকৃত ভাবে দুই যুবক চারচাকা দিয়ে পিষে খুন করলেন বছর তিরিশের এক কনস্টেবলকে। উল্লেখ্য,বাইকে চড়ে রাতের ডিউটি রত অবস্থায় এক গাড়ির দুই মত্ত সওয়ারি সঙ্গে বচসা হয়েছিল ওই কনস্টেবলের। আর খুন হতে হল সেই বচসার জেরেই।এর পরই ইচ্ছাকৃত বাইক সমেত পিষে দেওয়া হয় ওই কনস্টেবলকে।হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশের তরফে জানানো হয়,গাড়ির এক সওয়ারি গ্রেফতার হয়েছেন। আর এক অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে। বাজেয়াপ্ত হওয়া গাড়িটিতে পাওয়া গিয়েছে মদের বোতল থেকে শুরু করে চিপসের প্যাকেটও।

Latest