নিজস্ব সংবাদদাতা : এপ্রিল গোড়াতেই দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গেছে বিদ্যালয় গুলিতে। কিন্তু এখনও বিভিন্ন বিদ্যালয়ে সরকারী পাঠ্য পুস্তক গুলি পৌঁছায় নি। অন্যদিকে আগামী ৩০ তারিখে সমস্ত বিদ্যালয়ে গ্রীষ্মছুটি পড়ে যাচ্ছে। পাশাপাশি নির্দিষ্ট সময় সীমা মেনে থার্ড সেমেস্টার পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা। এমতাবস্থায় বই না পেয়ে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছে। এই সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়ে শুক্রবার বিকেলে এবিটিএ- চন্দ্রকোনা রোড় ও গোয়ালতোড় আঞ্চলিক শাখার উদ্যোগে যথাক্রমে গড়বেতা সাউথ সার্কেল এবং হুমগড় সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শকদের কাছে প্রতিনিধিত্ব মূলক ডেপুটেশন দেওয়া হয়।চন্দ্রকোনা রোড়ে উপস্থিত ছিলেন সংগঠনের আঞ্চলিক শাখার সম্পাদক উত্তম মান্না, সভাপতি স্বপন মন্ডল, মহকুমা নেত্রী শ্রাবনী মিশ্র,জোনাল নেতৃত্ব জাকির হোসেন খান, জয়ন্ত মারিক, ভাস্কর চন্দ্র মন্ডল, তন্ময় পাল প্রমুখ। গোয়াল তোড়ে জোনাল সম্পাদক বিশ্বজিৎ প্রামাণিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় দ্রুততার সাথে গ্রীষ্ম ছুটি পড়ার আগে সরকারি পুস্তকগুলি স্কুল গুলোতে পৌঁছানোর উদ্যোগে নিতে হবে। পাশাপাশি পার্শ্ব শিক্ষকদের সম্মানজনক বেতন, সরকারী ভাবে হোস্টেল গুলোতে স্থায়ী রাঁধুনি ও সুপারিনটেনডেন্ট নিয়োগের দাবি জানানো হয়। বৃহস্পতিবার একই দাবিতে মেদিনীপুর সদরে ডেপুটেশন দেওয়া হয়।
