Skip to content

গ্রাহক সেবা কেন্দ্রের গ্রাহকদের হয়রানির প্রতিবাদে,ইন্ডিয়ান ব্যাংকের জোনাল অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন ইন্ডিয়ান ব্যাংকের ব্যাংক মিত্রদের!

1 min read

পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী : গ্রাহক সেবা কেন্দ্রের কাজ অবিলম্বে চালু করা, ওয়েব পোর্টাল চালু করা,অবৈধভাবে বীমা বিক্রি বন্ধ করা,পূর্বে কিনতে বাধ্য করার ডিভাইস ফেরত নেওয়া, সমকাজে সমপরিমাণ পারিশ্রমিক দেওয়া সহ বিভিন্ন দাবিতে সোমবার ইন্ডিয়ান ব্যাংকের জোনাল অফিসে বিক্ষোভ দেখালো ইন্ডিয়ান ব্যাংকের ব্যাংক মিত্ররা। ব্যাংক মিত্রদের অভিযোগ, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প "জন ধন যোজনা" বাস্তবায়নকারী ব্যাংক মিত্রদের উপর কোম্পানি ও ব্যাংক এর স্বৈরাচারী মনোভাব ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে সামঞ্জস্য বজায় না রেখে পারিশ্রমিক কমানো এবং দিন দিন গ্রাহক সেবা কেন্দ্রের গ্রাহকদের হয়রানির প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ ও ডেপুটেশন। তাদের এই দাবিগুলি যদি না মানা হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন ব্যাঙ্ক মিত্ররা।

Latest