Skip to content

মেদিনীপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে প্রায় ২৪ জন জন্ডিসে আক্রান্ত,এলাকা পরিদর্শনে এলেন নগর উন্নয়ন ও পুরক বিষয়ক দপ্তরের কলকাতার প্রতিনিধিরা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী :  মেদিনীপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে প্রায় ২৪ জন জন্ডিসে আক্রান্ত! বৃহস্পতিবার এই খবর সামনে এনেছিলাম আমরা। শুক্রবার ২৮শে মার্চ এলাকা পরিদর্শনে এলেন Department of Urban Development & Municipal Affairs, Government of West Bengal বা পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পুরক বিষয়ক দপ্তরের কলকাতার প্রতিনিধিরা। এদিন দুপুরে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল আসে মেদিনীপুরে। প্রথমে মেদিনীপুর পৌরসভায় পৌর প্রধানের অফিসে বৈঠক করেন।

পরে প্রতিনিধি দল এলাকায় আসেন তারা। সাথে ছিলেন পৌর প্রধান সহ বিভাগীয় আধিকারিকরা। জন্ডিসে আক্রান্তদের বাড়ি গিয়ে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। সকাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসকরা বাড়ি বাড়ি গিয়ে চেকআপ করা হচ্ছে । সূত্রের খবর, পৌর ও নগর উন্নয়ন দপ্তরের সচিবের কাছে একটি রিপোর্ট জমা দেবেন প্রতিনিধি দলের সদস্যরা। Department of Urban Development & Municipal Affairs, Government of West Bengal বা পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পুরক বিষয়ক দপ্তরের কলকাতার প্রতিনিধিরা এলাকার মানুষদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার থাকার জন্য বলেন এছাড়া বলেন বাইরে থেকে সবজি ফল খাবার আনার পর ভালোভাবে ধুয়ে হাতকে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে। তবে ভয়ের কোন কারণ নেই বলে জানিয়েছে।

Latest