Skip to content

তমলুকে পৌর স্বাস্থ্যকর্মীদের ডেপুটেশন!

পূর্ব মেদিনীপুর নারায়ন চন্দ্র নায়ক : পৌর স্বাস্থ্যকর্মীদের মাসিক বেতন ১৫,০০০ টাকা,পি.এফ., ই.এস.আই. সহ সামাজিক সুরক্ষা,সরকারি ছুটি,সরকারি কর্মীর স্বীকৃতি সহ ৬ দফা দাবিতে আজ পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী(কন্ট্রাকচুয়াল) ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। জেলার চারটি পৌরসভা থেকে পৌর স্বাস্থ্যকর্মীরা তমলুক রাজাবাজার থেকে সি এম ও এইচ অফিস পর্যন্ত মিছিলে সামিল হন। কর্মসূচিতে প্রায় ১০০ জন পৌর স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন। মিছিলের পরে ৬ জনের এক প্রতিনিধিদল মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে দেখা করে ডেপুটেশন দেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভানেত্রী সেলি সেন ও রীনা মন্ডল, রীনা জানা,দোলন নায়েক,বেলা সাহু,শ্রাবন্তী মণ্ডল,আজমিরা বিবি প্রমূখ।

Latest