Skip to content

তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবের কাছে সেতুর দাবি মহিলাদের!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : গ্রামে গ্রামে দেব প্রচারে এসেছেন। তাঁকে দেখেই গ্রামের অস্থায়ী সেতু স্থায়ী করে দেওয়ার দাবি তুললেন এলাকার কচিকাঁচা থেকে মহিলারা। স্থায়ী সেতুর দাবিতে প্ল্যাকার্ড হাতে দেবের সামনে হাজির হন তাঁরা। শীলাবতী নদীর উপর থাকা বাঁশের সাঁকোকে কংক্রিট সেতু করে দেওয়ার দাবি জানান তাঁরা। বীরসিংহ ডেভেলপমেন্ট অথিরিটির মিটিংয়ে এ নিয়ে আলোচনার আশ্বাস দেন দেব।বন্যার সময় জীবনের ঝুঁকি নিয়ে শিলাবতী নদীর উপর বাঁশের সাঁকো পেরিয়ে যাতায়াত করতে হয় স্কুল পড়ুয়া থেকে এলাকাবাসীকে। বাঁশের সাঁকো পেরিয়ে প্রচারে যাওয়ার সময় দেবকে ঘিরে স্থায়ী সেতুর দাবিতে প্ল্যাকার্ড হাতে স্কুল পড়ুয়ারা। এমনকি মহিলারা দেবের হাতে ধরে শিলাবতী নদীর উপর থাকা বাঁশের সাঁকোটি স্থায়ী কংক্রিট সেতু করে দেওয়ার দাবি জানান। বীরসিংহ ডেভেলপমেন্ট অথিরিটির মিটিং এটা নিয়ে আলোচনা হবে যাতে করে দেওয়া যায় আশ্বাস দিলেন দেব।

Latest