ঢাকা, জাকির হোসেন: ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভকারীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে কয়েক ডজন মানুষ “আওয়ামী লীগ নিপাত যাক” শ্লোগান দিতে দিতে ফাঁকা ভবনে ঢুকে পড়ে। এরপর ব্যানার-পোস্টার ছিঁড়ে আগুন ধরিয়ে দেয়।শেখ হাসিনা সরকারের পতনের পর নিষিদ্ধ হওয়া দলটি ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল। বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ ছিল সেই ধারাবাহিকতারই অংশ।
যদিও পুলিশ বারবার ওই এলাকায় টহল দেয়, পল্টন থানা পুলিশের তদন্ত আধিকারিক মনিরুজ্জামান শেখ বলেন, “আমরা এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক অগ্নিসংযোগ বা ভাঙচুরের রিপোর্ট পাইনি।”২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই গুলিস্তানের এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। কিছু ভবঘুরে সেখানে রাতে আশ্রয় নিত। একদল তথাকথিত ছাত্র কয়েক মাস আগে ভবনটি “অ্যান্টি-ফ্যাসিজম রিসার্চ সেন্টার” বানানোর ঘোষণা দিয়েছিল।এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, আওয়ামী লীগের ৪৩ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির বিবৃতিতে বলা হয়েছে, “ধ্বংসাত্মক কার্যকলাপ এবং আকস্মিক মিছিল সংগঠনের পরিকল্পনায়” তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা ও অন্যান্য শহরে আওয়ামী লীগের মিছিলের সময় বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ, গাড়ি পোড়ানো ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।যে সময়ে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার অপেক্ষা, তার ঠিক আগেই ঢাকায় এই অগ্নিসংযোগের ঘটনা দেশের রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে।