Skip to content

এপ্রিল মাসের শেষে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে উদ্বোধন হতে চলেছে দিঘায় নবনির্মিত জগন্নাথ ধাম!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী: রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এবার দীঘায় জগন্নাথ দেবের জগন্নাথ ধাম এপ্রিল মাসের শেষে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে উদ্বোধন হতে চলেছে দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের। শনিবার মেদিনীপুর তৃণমূল জেলা কার্যালয় মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা সাংবাদিক বৈঠক করে জানান। এই প্রথম বাংলাতে তার মস্তিষ্ক প্রসূত জগন্নাথ দেবের দর্শনের জন্য তিনি ২৯ এ এপ্রিল মহা যোগ্য মধ্য দিয়ে এবং ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দিনে বাংলার মানচিত্রে নতুন একটা দর্শন রাজ্যবাসী পেতে চলেছে সেটি হলো জগন্নাথ দেবের জগন্নাথ ধাম। প্রায় 24 একর জায়গার উপর ৪৫ ফুট উঁচু। প্রায় তিন বছর ধরে এই জগন্নাথ ধাম তৈরি হতে সময় লেগেছে। এই মন্দির তৈরি করতে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেছে। জগন্নাথ দেবের দর্শন করার জন্য পুরী যেতে হতো এই বাংলার মানুষকে আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দীঘা তে জগন্নাথ ধাম তৈরি হওয়ার ফলে মানুষ এক জায়গায় দীঘা ভ্রমণ এর সঙ্গে জগন্নাথ দেবের দর্শন হবে পর্যটকদের। অক্ষয় তৃতীয়ার দিনে এই বিশেষ অনুষ্ঠানে হাজির থাকতে চেয়ে অনেকে ইচ্ছা প্রকাশ করেছেন৷ অনেকেই ইতিমধ্যেই হোটেল বুকিং সেরে ফেলেছেন৷ ফলে ২৮ এপ্রিল থেকে পয়লা মে অবধি প্রচুর মানুষ সমাগম হবেন দীঘায়৷ অনেকে অবশ্য উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করলেও, নানা কারণে হাজির থাকতে পারবেন না। সেই কারণে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে । রাজ‌্যজুড়ে সমস্ত ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে এছাড়া শহরে বসবে জায়ান্ট স্ক্রিন। সেই স্ক্রিনেই সরাসরি সম্প্রচার হবে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা। গোটা রাজ্যের মানুষ এর লাইভ সম্প্রচার দেখতে পাবেন।

Latest