Skip to content

মেদিনীপুর থেকে আমাকে সরানো ভুল প্রমাণিত হয়েছে, দাবি প্রাক্তন রাজ্য সভাপতির দিলীপ ঘোষের!

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে বিজেপির সংগঠন শুয়ে পড়েছে বলে মারাত্মক অভিযোগ করলেন পরাজিত প্রার্থী দিলীপ ঘোষ । তাঁকে যে মেদিনীপুর কেন্দ্র থেকে সরানোর দলীয় সিদ্ধান্ত ভুল ছিল, তাও জানাতে ভোলেননি দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ। বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ জানান. তিনি জেলায় জেলায় সফর শুরু করবেন, দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন। তাঁর দাবি, রাজ্য নেতৃত্ব এখনও কোনও পরাজিত প্রার্থীর সঙ্গে যোগাযোগ করেননি।  এবার সেই কৌশলীর কেন্দ্র বদল হয়েছে। ১ লক্ষের বেশি ভোটে হারতে হয়েছে তাঁকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন তাঁর কেন্দ্র বদল করা হল? জেতা কেন্দ্র থেকে কেন সরিয়ে আনা হল? সেই প্রেক্ষিতে দিলীপ ঘোষের দাবি, মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে আনা ভুল হয়েছিল, সেটা প্রমাণিত। কে সরিয়ে এনেছে? জবাবে নাম না করে শুভেন্দু-সুকান্তকে বিঁধে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দাবি, “এত দিন তো সব দোষ তো দিলীপ ঘোষ হত। এখন যারা ক্ষমতায় আছেন দায় তাঁদের নিতে হবে। জিতলে মালা পরব আর হারলে দায় নেব না, এটা তো হয় না।”দিলীপ ঘোষ বলেন বাংলায় বিজেপির সংগঠন একেবারে শুয়ে পড়েছে। জেলা থেকে মণ্ডলে নতুন লোক এসেছে। কিন্তু তাঁদের প্রশিক্ষণের ব্য়বস্থা করা হয়নি। ফলে কীভাবে নির্বাচন করতে হয়, সেই টিমই তৈরি হয়নি। সংগঠনের দুর্বলতা ছিল, প্রমাণ হয়ে গিয়েছে, তাই ভোট কমেছে।

Latest