Skip to content

মেদিনীপুর জেলা বিজেপি কার্যালয়ের সামনে ধুন্ধুমার ও বেল্ট দিয়ে মারপিট দিলীপ ঘোষের অনুগামীদের!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী :  বৃহস্পতিবার ১লা মে দুপুর থেকে জেলা বিজেপি কার্যালয়ে ধুন্ধুমার। দিলীপ ঘোষের পন্থীদের বেল্ট দিয়ে মারপিটের অভিযোগ। দিলীপ ঘোষের সাথে মুখ্যমন্ত্রীর আলাপচারিতার পর ৩০শে এপ্রিল সন্ধ্যা থেকেই দিলীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছিল স্থানীয় বিজেপি নেতাকর্মীরা। স্লোগান তোলা হয়েছিল দিলীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বর্তমান জেলা সভাপতি শমিত মন্ডলের বিরুদ্ধেও। সেই বিজেপির জেলা সভাপতি বৃহস্পতিবার ১লা মে বেলা তিনটে নাগাদ বিজেপি জেলা পার্টি অফিসে ঢুকতে গেলে গন্ডগোলের সূত্রপাত। স্থানীয় বিজেপি নেতাকর্মীরা প্রথমেই ঢুকতে বাধা দেয় জেলা সভাপতি শমিত মন্ডলকে। এরপর জেলা সভাপতি সহ তার অনুগামীদের মারধর করে তারা। ভাঙচুর করা হয় জেলা সভাপতির গাড়িতেও। ভয়ে এলাকা ছেড়ে কার্যত পালিয়ে যায় জেলা সভাপতি সহ তার অনুগামীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুরের সিপাই বাজার স্থিত জেলা পার্টি অফিসের সামনে।

Latest