Skip to content

দিনে দুপুরে ডাকাতির চেষ্টা খড়্গপুর শহরের গোলবাজার!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : দিনেদুপুরে ডাকাতির চেষ্টা করলো দুষ্কৃতীরা।খড়্গপুর শহরের গোলবাজার একটি গয়নার দোকানে। গয়নার দোকানের মালিক গুলিবিদ্ধ হয়েছেন আশিসকুমার দত্ত । আশিসকুমারকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। দোকানের এক কর্মীও আহত হয়েছেন। তিনি খড়্গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গয়নার দোকানের মালিক আশিসের বাড়ি মেদিনীপুর শহরে। সকালে তিনি নিজের দোকানে যান। তাঁর সঙ্গে ছিলেন ছেলে। অভিযোগ, দোকান খোলার সময় আচমকা চার-পাঁচ জন আশিসকে ঘিরে ধরেন। তাঁর দোকানে ঢোকার চেষ্টা হয়। বাধা দিলে এক জন আশিসকে লক্ষ্য করে গুলি চালান। গুলিটি লাগে আশিসের পেট এবং বুকের মাঝখানে। গত ৭দিনে ২টি লুঠপাঠের ঘটনা ঘটে গেল খড়্গপুর শহরের। কিছুদিন আগে ভান্ডারী চকের সামনে মোবাইল দোকানে ছাদের টিন কেটে ক‍য়েক লক্ষ টাকার মোবাইল চুরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

May be an image of 11 people, signboard and text
May be an image of 2 people and hospital

Latest