নিজস্ব সংবাদদাতা: আগামী ৮ থেকে ১০ ই আগস্ট কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হবে সর্বভারতীয় শিক্ষক সংগঠন স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার নবম ত্রিবার্ষিক সম্মেলন।এই সম্মেলনকে কেন্দ্র করে রাজ্যের ৫ টি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা বিষয়ক সেমিনার। শনিবার বিকেলে শিক্ষক সংগঠন এবিটিএ ও এবিপিটিএ উদ্যোগে মেদিনীপুর বিভাগের সেমিনার অনুষ্ঠিত হলো এবিটিএ পশ্চিম মেদিনীপুর জেলা দপ্তর গোলোকপতি ভবনে।

এদিন সভার শুরুতে কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদীতে মাল্যদান করেন উপস্থিত অতিথিবৃন্দ ও আয়োজক সংগঠন দুটির নেতৃবৃন্দ। সভায় সবাইকে স্বাগত জানান এবিটিএ পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক জগন্নাথ খান। এদিনের শিক্ষা সেমিনারের আলোচনার শীর্ষক ছিল ' জাতীয় ও রাজ্য শিক্ষানীতির আলোকে সাধারণ শিক্ষা ব্যবস্থায় সংকট'। এদিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অধ্যাপক সাইদুল হক। তিনি তথ্য ভিত্তিক পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আলোচ্য বিষয়টি সবার সামনে তুলে ধরেন। এছাড়াও এদিন আলোচনা সভায় বক্তব্য রাখেন এবিটিএ-এর রাজ্য সাধারণ সম্পাদক সুকুমার পাইন, এবিপিটিএ-এর রাজ্য সাধারণ সম্পাদক ধ্রুবশেখর মন্ডল, রাজ্য সভাপতি মোহনদাস পন্ডিত প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এবিটিএ-এর ঝাড়গ্রাম জেলা সম্পাদক গুরুপদ নন্দী, সভাপতি চঞ্চল সাঁতরা,এবিটিএ-এর পশ্চিম মেদিনীপুর জেলার দুই প্রাক্তন সম্পাদক অশোক ঘোষ ও বিপদতারণ ঘোষ। এদিনের সভায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা সর্দার। কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়ে দেশাত্মবোধ সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী শিক্ষক মাতুয়ার মল্লিক। সভায় সভাপতিত্ব করেন আয়োজক দুই সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার দুই সভাপতি যথাক্রমে মৃণাল কান্তি নন্দ ও লক্ষ্মীকান্ত মেইকাপ কে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী।