পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : রক্তের গ্রীষ্মকালীন চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুরের দিশারী ফাউন্ডেশন। রবিবার দিশারীর উদ্যোগে মেদিনীপুর শহরের লোধা স্মৃতি ভবনে আয়োজিত এক বৃহৎ আকারের রক্তদান শিবিরে ১২ জন মহিলা সহ রক্ত দিলেন ১৩৪ জন রক্তদাতা। পাশাপাশি এদিন সংগঠনের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তের গ্রুপ নির্ণয় শিবির অনুষ্ঠিত হয়। এছাড়াও সংগঠনের দিশানী চৌধুরী সদস্যা ক্যানসার রোগীদের জন্য মাথার চুল দান করেন। এদিনের শিবিরে উপস্থিত সবাইকে স্বাগত জানান সংগঠনের সভাপতি সেক ইসমাইল ও সম্পাদক অঞ্জন ঘোষ সহ অন্যান্যরা। এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন শিক্ষা প্রশাসক কৌস্তভ বন্দ্যোপাধ্যায়, ভলান্টিয়ারী ব্লাড ডোনার্স ফোরামের নেতৃত্ব অসীম ধর, জয়ন্ত মুখার্জি,সুমন চ্যাটার্জী, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন রক্ত সংগ্রহ করেন ডেবরা ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।