Skip to content

খড়গপুর মালঞ্চে অনুষ্ঠিত হলো জেলা যোগাসন প্রতিযোগিতা!

অরিন্দম চক্রবর্তী : পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা যোগাসন চ্যাম্পিয়নশিপ ও বাছাইপর্ব ২০২৫ অনুষ্ঠিত হলো খড়গপুর শহরের মালঞ্চ অতুল মনি পলিটেকনিক উচ্চতর বিদ্যালয় প্রাঙ্গনে। জেলা পর্যায়ে এই প্রতিযোগিতার আয়োজক ছিলেন গ্লোবাল অ্যাথলেট যোগাসন স্পোর্টস ফেডারেশন পশ্চিমবঙ্গ।

সহযোগিতা করেন জাতীয় এবং আন্তর্জাতিক জি আই এ ওয়াই এস এফ এবং নীতি আয়োগ। প্রথম বর্ষের এই যোগাসন প্রতিযোগিতায় ২৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। চার বছর বয়স থেকে ৬০ বছর বয়সীরা ১১টি গ্রুপে অংশগ্রহণ করে। এদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীরা রাজ্যস্তরে খেলার ছাড়পত্র পেয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন-যোগাসন করলে শরীর নিরোগ থাকে। তাই সবাইকে যোগ ব্যায়াম করার পরামর্শ দিচ্ছি। দুই জেলার বহুদূরান্ত থেকে ছাত্রছাত্রীরা অংশ নেয় এই প্রতিযোগিতায়। পুরস্কার বিতরণীতে সফলদের মেমেন্টো ও শংসাপত্র তুলে দেন বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত। এক বক্তব্যে তিনি বলেন-শিশুদের পাশে যদি সব মানুষ সব সময় থাকেন তবে তারা সুস্থ শরীর ও মন নিয়ে ভালো কাজ করবে।

রাজনৈতিক ব্যক্তিত্ব তপন সেনগুপ্ত বলেন-যোগাভ্যাস করলে মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয়।এদিন রাজ্য কমিটির পক্ষে ছিলেন-রঞ্জিত ভাদুড়ী, বিশিষ্ট খেলোয়াড় নুপুর ভট্টাচার্য, হেমন্ত সরকার, অর্চনা সর্দার, সরস্বতী বিশ্বাস ও সমরেশ দাস। সংস্থার জাতীয় সভাপতি প্রদীপ সরকার বলেন-দুস্থ ছাত্রছাত্রীরা যাতে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে রাজ্যে যেতে পারে তাই এই যোগাসন প্রতিযোগিতার আয়োজন। আয়োজকদের পক্ষে জেলা সভাপতি নুপুর ভট্টাচার্য বলেন-যোগ করুন রোগ থেকে বিয়োগ থাকুন। সংস্থার রাজ্য কমিটির সহ-সম্পাদক রঞ্জিত ভাদুড়ি বলেন-মানুষ সাবলীলভাবে যেন সুস্থ থাকে তাই যোগাসন অতি অবশ্যই করা দরকার।

Latest