Skip to content

FIDE : মহিলাদের দাবা বিশ্বকাপে ভারত পেল প্রথম চ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ!

নিজস্ব সংবাদদাতা :  ভারতের ঘরে এই প্রথম এল ফিডে-র মহিলা দাবা বিশ্বকাপের শিরোপা। আর তা জিতে নিলেন দিব্যা দেশমুখ। সেই সঙ্গে মহিলা দাবায় ভারতের হয়ে লিখলেন নতুন ইতিহাস।২৪ দিন ধরে ৬৪ খোপের লড়াইয়ের পর অবশেষে এল সাফল্য। জর্জিয়ার বাতুমিতে অনুষ্ঠিত ফিডে মহিলা বিশ্বকাপের ফাইনালে (FIDE Women's World Cup) অভিজ্ঞ কোনেরু হাম্পিকে (Koneru Humpy) টাইব্রেকের মাধ্যমে পরাজিত করে দিব্যা দেশমুখ (Divya Deshmukh) FIDE মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন।

দিব্যার এই জয় তাঁকে ভারতের চতুর্থ মহিলা হিসেবে গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বাদ দিল।১৯ বছরের দিব্যা কিন্তু এই প্রতিযোগিতায় ১৫ নম্বর বাছাই হয়ে খেলা শুরু করেন। তাঁর নামের পাশে গ্র্যান্ডমাস্টার খেতাবও ছিলনা। বরং এবার কোনেরু হাম্পির দিকে অনেকেই তাকিয়েছিলেন যদি তিনি ভারতকে প্রথমবারের জন্য মহিলা দাবা বিশ্বকাপে প্রথম করে আনতে পারেন!কিন্তু খেলা যত এগিয়েছে দিব্যা দেশমুখ ততই তাঁর প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেছিলেন।

একের পর এক নামী খেলোয়াড়দের পরাস্ত করতে করতে তিনি পৌঁছে যান ফাইনালে। যেখানে তাঁকে মুখোমুখি হতে হয় ভারতের ১ নম্বর মহিলা দাবাড়ু কোনেরু হাম্পির।ফাইনালে প্রথম ২টি ক্লাসিক্যাল ম্যাচই ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ায় ম্যাচের ভাগ্য। সেখানে ব়্যাপিড চেস খেলা হয়। যে ব়্যাপিড চেসে কোনেরু হাম্পিকে সেরা হিসাবেই ধরা হয়। ফলে টাইব্রেকারেও হাম্পির দিকেই ম্যাচ ঝুঁকে ছিল।কিন্তু সেখানেও নিজের দাপট অক্ষুণ্ণ রেখে দিব্যা দেখিয়ে দিলেন আগামী ভারতের মহিলা দাবা পেয়ে গেল তার আর এক উজ্জ্বলতম তারকাকে।

Latest