Skip to content

দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে প্রথম মহিলা লোকাল ট্রেন চালক!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে ট্রেন পরিষেবায় প্রথম মহিলা চালক দীপান্বিতা দাস।মহিলা লোকাল ট্রেন চালকের বাড়ি খড়গপুর শহরেই। ২০০৩ সালে প্রথম তিনি রেলের কাজে যোগ দেন আদ্রা ডিভিশনের আনাড়াতে। ২০০৬ সালে বদলি হয়ে আসেন খড়গপুর ডিভিশন। ২০১৪ সাল থেকে গুডস ট্রেনে লোকো পাইলট হিসেবে কাজ শুরু করেন তিনি। রেলের নিয়ম অনুযায়ী, দশ বছর মালগাড়ি চালানোর পর সূযোগ পেলে লোকাল ট্রেন চালানোর। এবার সেই পদোন্নতি হয়েছে দীপান্বিতাদেবীরও। তবে লোকাল ট্রেন চালাতে গেলে অনেক বেশি সতর্ক থাকতে হয়। কারণ, কম সময়ে অনেক দূরত্বে যেতে হয়। একাধিক স্টেশনে থামতে হয়। ফলে তার জন্য প্রশিক্ষণও নিতে হয়। এ জন্য দুমাসের প্রশিক্ষণ নিতে হয়েছে তাঁকেও। প্রশিক্ষণ শেষে একাদশীর দিন প্রথম মেদিনীপুর থেকে হাওড়া লোকাল ট্রেন নিয়ে যান তিনি। সকাল ৬.২০ তে মেদিনীপুর থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। আবার হাওড়া থেকে সকাল ১০.৩০ মিনিটে ছেড়ে আসা ট্রেন মেদিনীপুরে নিয়ে আসেন দীপান্বিতা। যেহেতু তিনি প্রশিক্ষণ শেষে লোকাল ট্রেন চালাচ্ছেন সেই কারণে পাইলট কেবিনে রয়েছেন চিফ লোকো ইন্সপেক্টর তপন কুমার সামন্তও। তিনি জানান, নিয়ম অনুযায়ী পর পর পাঁচ দিন চিফ লোকো ইন্সপেক্টর থাকতে হয়। সেটাই করছেন তিনি। আর দীপান্বিতা বলেন, বুধবার সকালে লোকাল ট্রেন নিয়ে হাওড়া গিয়েছিলাম। আবার সেখান থেকে মেদিনীপুরে ফিরিয়ে এনেছি আরেকটি লোকাল ট্রেন। বৃহস্পতিবার খড়গপুর থেকে মেদিনীপুর এবং মেদিনীপুর থেকে খড়গপুর ৫টি ট্রেন চালানো হয়েছে। সকাল ১০.৫২ থেকে শুরু হয়েছে, শেষ হয় বিকেল ৪টায়। বাড়িতে রান্না করেই এদিন বেরোন তিনি। সাথে নিয়ে এসেছিলেন দুপুরের খাবারও। তারপর ট্রেন নিয়ে চলা শুরু।

May be an image of 2 people and train

Latest