নিজস্ব সংবাদাতা : মেদিনীপুর ফিল্ম সোসাইটির চারুলতা থিয়েটারে কবি, প্রাবন্ধিক এবং চলচ্চিত্র সমালোচক বিতাশোক ভট্টাচার্যের উপর নির্মিত তথ্যচিত্র "তত্ত্বমসি" (তোমার শিল্পকর্ম) প্রদর্শিত হয়েছিল। ছবিটির চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন ধীমান দাশগুপ্ত। পরিচালক ধীমান দাশগুপ্ত শুরুতেই আলোচনায় অংশ নিয়ে বলেন যে এই ছবির উদ্দেশ্য বিতাশোক কে তা খুঁজে বের করা নয় বরং বিতাশোক কী। আমরা তার সৃষ্টি, তার একাকীত্ব এবং তার দৃষ্টিভঙ্গির গভীরতাও স্পর্শ করার চেষ্টা করেছি।

কবি বিপ্লব মাজিও বক্তব্য রাখেন, যিনি তাদের বন্ধুত্বের কথা স্মরণ করেন। কবি নির্মাল্য মুখার্জি শিক্ষক বিতাশোকের গভীর জ্ঞানের কথা উল্লেখ করে একটি মনোরম আলোচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ছবির সুরকার অধ্যাপক পুলক গাঙ্গুলি, সঙ্গীতজ্ঞ জয়ন্ত সাহা, মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সত্য রঞ্জন ঘোষ, সাংস্কৃতিক কর্মী লক্ষ্মণ চন্দ্র ওঝা, লেখক রোশেনার খান, অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী, উদ্যোক্তা মদন মোহন রঞ্জন প্রমুখ, প্রফেসর মদন প্রমুখ। বীতশোক ভট্টাচার্যের স্ত্রী কবিতা ভট্টাচার্য ও তাঁর পরিবার, চন্দ্রকোনা বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মনোরঞ্জন গোস্বামী, বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী ব্যানার্জী, মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা প্রসূন কুমার কুমারী, সঙ্গীত শিক্ষক কুমার কুমারী প্রমুখ। অফিসার সত্যজ্যোতি অধিকারী, তপন পাল সহ শতাধিক মেধাবী মানুষ। অনুষ্ঠানের উদ্বোধন করেন মেদিনীপুর ফিল্ম সোসাইটির উপদেষ্টা চন্দন বসু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তনুশ্রী ভট্টাচার্য। ডকুমেন্টারি তত্ত্বমসি প্রযোজনা করেছেন সিদ্ধার্থ সাঁত্র, ডঃ মনোরঞ্জন গোস্বামী, প্রতিমা দত্ত দাস এবং রীনা চ্যাটার্জি। মেদিনীপুর ফিল্ম সোসাইটি আয়োজিত এই অনুষ্ঠানের শেষে, মেদিনীপুর ফিল্ম সোসাইটির নির্বাহী সভাপতি সিদ্ধার্থ সান্তরা বিশিষ্ট অতিথিদের ধন্যবাদ জানান।