নিজস্ব সংবাদদাতা : হরতাল–বিক্ষোভ–সংঘর্ষ–মৃত্যুমিছিলে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। কোটা বিরোধী আন্দোলনে এই পরিস্থিতি তৈরি হয় ওপার বাংলায়। আর তাই ঢাকায় সবরকম সভা–সমাবেশ–মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ঢাকায়। আজ, শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন এই ঘোষণা করেন। এই উত্তপ্ত পরিস্থিতিতে রেল চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে আজ শুক্রবার বেলা ২টো পর্যন্ত কোথাও কোনও ট্রেন চলাচল করেনি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কবে ট্রেন চলাচল শুরু হবে তা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। হিংসার খবর মিলেছে নওগাঁও, পাবনা, নেত্রকোণা, নারায়ণগঞ্জ–সহ নানা এলাকা থেকে। রেল সূত্রে খবর, আন্তনগর, মেইল, লোকাল এবং কমিউটার মিলে দেশে ৩০০’র বেশি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। মালবাহী ট্রেন দেশে সাড়ে ৩০০’র বেশি চলে। গত ২৪ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উচ্চপর্যায়ের সিদ্ধান্তে এখন ট্রেন চলাচল বন্ধ। এমন অবস্থায় ভারতীয় রেল কর্তৃপক্ষ জানালেন, শুক্রবার ঢাকা থেকে ছাড়বে না মৈত্রী এক্সপ্রেস। পাশাপাশি, শনিবার ঢাকার উদ্দেশে কলকাতা থেকে যে মৈত্রী এক্সপ্রেস ছাড়ে, সেটাও বাতিল করা হয়েছে। বাতিল করা হল মৈত্রী এক্সপ্রেস।
এদিকে যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকিকে ম্যানহাটনের টাইম স্কয়ারে ছাত্র বিক্ষোভ চলাকালে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে প্রবাসী বাংলাদেশীরা।
কয়েকদিন ধরে বাংলাদেশের রাজধানী ঢাকা-সহ দিকে দিকে চলা এই সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৯ জনের, আহত কয়েক হাজার।