Skip to content

চুরি হচ্ছে চাদর-বালিশ, ক্ষতি হচ্ছে রেলের কোটি-কোটি টাকা।

নিজস্ব সংবাদদাতা : চুরির ঘটনা ঘটছে উদ্বিগ্ন রেল কর্তৃপক্ষ। ক্ষতি হচ্ছে বিপুল পরিমানের অর্থ। উল্লেখ্য পূর্ব রেল সূত্রের দাবি, এপ্রিল ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৪ এই সময়কালে পূর্ব রেল দু’কোটি ৬৯ লক্ষ ৭৯ হাজার দু’টি বেডরোল যাত্রীদের সরবরাহ করেছিল। যাত্রীদের বিলি করা হয়েছিল প্রতিদিন গড়ে ৭৩ হাজার ৯১৫টি বেডরোল। চুরি গিয়েছে সাড়ে তিন লাখ। একটি তোয়ালে ৮০ টাকা। চলতি অর্থ বর্ষে চুরি হয়ে যাওয়া তোয়ালের সংখ্যা ৩ লক্ষ ৮ হাজার ৫০৫টি। আর্থিক পরিমাণ ২ কোটি ৪৬ লক্ষ ৮০ হাজার ৪০০ টাকা। ঘটনা প্রসঙ্গে, পূর্ব রেল জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, “কিছু অসাধু লোক সব সময় থাকেন। তাঁরা রেলের জিনিস চুরি করে। এতে আমাদের অসুবিধা হয়।” তোয়ালে চুরি যাওয়ার সাথে সাথে আরও অভিযোগ আসছে বেডরোলের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও।প্রায় নোংরা তোয়ালে যাত্রীদের চোখে পড়ে। উল্লেখ্য, পূর্ব রেলের অধীনে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্য শিয়ালদহ,চিৎপুর, টিকিয়াপাড়া,মালদহ,ভাগলপুর,আসানসোল এই ৬ জায়গায় আধুনিক প্রযুক্তি সম্পন্ন লন্ড্রি রয়েছে।

Latest