নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সকাল থেকেই সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করে। ফলে বাঁকুড়া-পশ্চিম মেদিনীপুর রাজ্য মহাসড়ক যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। সেতু পার হওয়ার সময় তিনটি ট্রাক জলে আটকে যায়। ট্রাকে থাকা লোকজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। প্রবল বৃষ্টিপাতের কারণে বাগরি ও গড়বেতার মধ্যে অবস্থিত ভেলাইডিহা সেতু এবং শীলাবতী সেতুও শীলাবতী নদীর জলে ডুবে গেছে।

পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে। ইতিমধ্যেই গড়বেতা-১ ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েত এবং গড়বেতা-২ ব্লকের ৩টি গ্রাম পঞ্চায়েত শীলাবতী নদীর জলে প্লাবিত। চন্দ্রকোনা সহ ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা বন্যার কবলে। গড়বেতার ঠাকুরানিতলা থেকে থেকে কেওটরা যাওয়ার জন্য যে মেন রাস্তা সেই রাস্তা সম্পুর্ন জলের তলায় এবং জলের প্রচন্ড স্রোত ।