পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলার উপর দিয়ে শিলাবতি নদীর জল ক্রমশ বাড়তে থাকায় ইতিমধ্যে গড়বেতা ও বাঁকুড়া এলাকাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । স্থানীয় সূত্রে যদি জানা যাচ্ছে গড়বেতা দু'নম্বর ব্লক এবং গড়বেতা এক নম্বর ব্লকের বেশ কয়েকটি অঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। প্রায় ১৩ টি অঞ্চলের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে বলে জানা যাচ্ছে ।

গড়বেতার মাইতা এলাকায় জলের তোরে একটি রাস্তা ভেঙ্গে পড়েছে। শিলাবতী নদীর জল ক্রমশ বাড়তে থাকায় পরিস্থিতি আরো খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে শিলাবতী নদির জলে প্লাবিত হয়েছে বিঘার পর বিঘা চাষজমি, জলের তলায় বহু জমির ফসল। ব্যাপক ক্ষতির আশঙ্কায় এলাকার চাষীরা। জেলা প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই এলাকায় টিম পাঠানো হয়েছে । পুরো পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। যদি কোন প্রয়োজন হয় তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন ।