সুমন পাত্র : পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা রসকুণ্ডু জুড়ে বিপুল ক্ষতির মুখে বাদাম চাষিরা প্রচুর ক্ষতি হয়েছে সবজি চাষেও এখনও জলের তলায় অধিকাংশ সবজি থেকে বাদাম তিল থেকে পটল কুঁদরী সহ একাধিক কাঁচা সবজি। ক্ষতিপূরণের দাবি স্থানীয় কৃষকদের।একাধিক চাষীর সমস্ত জমি মিলিয়ে ৪০ বিঘা বাদাম জলের তলায় কাঁচা সবজির পরিমাণটা প্রায় ২৮০ বিঘা। কিন্তু আলু চাষে তেমন লাভ না হওয়ার ফলে ঋণ নিয়ে তাঁরা বাদাম চাষ করেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে জলে ডুবে গিয়ে নষ্ট হয়ে যায় কয়েকশো বিঘা বাদাম গাছ। ফলে লক্ষাধিক টাকার ক্ষতির মুখে চাষীরা। কাঁচা সবজির দাম বাড়ার আশঙ্কা যেমন তৈরি হয়েছে তেমন কাঁচা সবজির দাম বাড়ার পাশাপাশি প্রবল ক্ষতির মুখে চাষিরাও। কেউ কেউ জানাচ্ছে লাভ তো দূর চাষের জন্য যেটুকু খরচ হয়েছে সেটুকু তো উঠবেই না বরং ক্ষতি হবে। এমতাবস্থায় সাহায্য মেলেনী প্রশাসন কিংবা সরকারী আধিকারিক কিংবা কোনো কর্মীরও। এলাকায় তৈরি হচ্ছে ক্ষোভ। প্রয়োজনীয় ব্যবস্থা আশ্বাস ব্লক প্রশাসনের।