Skip to content

টানা ১০ দিন একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে!

নিজস্ব সংবাদদাতা : ২৯ জুন আগামী শনিবার থেকে টানা ১০ দিনে ৩০০টির বেশি লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকছে খড়্গপুর ডিভিশনে। নির্দেশিকা দিয়ে এমনটাই জানিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে খড়গপুর ডিভিশন।দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের মধ্যে পড়ে হাওড়ার আন্দুল স্টেশন। সেখানে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে ১০ দিন ধরে। আর সে কারণেই মেদিনীপুর-হাওড়া-মেদিনীপুর-সহ ২৩৭টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে।সঙ্গে ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন। দক্ষিণ পূর্ব রেলওয়ে তথা খড়গপুর ডিভিশনের তরফে জানানো হয়েছে, মোট ৩০৩টি ট্রেন বাতিল করা হল। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলেরতরফে। আন্দুল স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য বাতিল করা হচ্ছে ৩০০-র বেশি ট্রেন। শুধু ট্রেন বাতিলই নয়, যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক ট্রেনের। কিছু ট্রেনের সময় বদল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বা ঘোরানো হয়েছে। ফলে মাসের শেষে চরম ভোগান্তিতে পড়তে চলেছেন মেদিনীপুর-হাওড়া লাইন-সহ খড়গপুর ডিভিশনের যাত্রীরা। যা নাকাল হওয়া চলবে আগামী মাসের প্রথম সপ্তাহজুড়ে।

 সোমবার দক্ষিণ পূর্ব রলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি
 সোমবার দক্ষিণ পূর্ব রলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি
 সোমবার দক্ষিণ পূর্ব রলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি
 সোমবার দক্ষিণ পূর্ব রলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি

Latest