Skip to content

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের গুরুত্বপূর্ণ খড়গপুর স্টেশনে!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রাত পোহালেই দেশ জুড়ে পালিত হবে প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষে আগেভাগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের গুরুত্বপূর্ণ খড়গপুর স্টেশনে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্টেশন জুড়ে চলছে কড়া নজরদারি ও তল্লাশি অভিযান।

মেটাল ডিটেক্টর ও ডগ স্কোয়াডের সাহায্যে প্ল্যাটফর্ম, ওয়েটিং রুম, টিকিট কাউন্টার থেকে শুরু করে স্টেশন সংলগ্ন এলাকা পর্যন্ত চিরুনি তল্লাশি চালাচ্ছেন রেল পুলিশ কর্মীরা। যাত্রীদের লাগেজ ও সন্দেহজনক সামগ্রী খতিয়ে দেখা হচ্ছে বিশেষভাবে। রেল পুলিশ সূত্রে জানা গেছে, প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা বলয়কে সম্পূর্ণ নিশ্ছিদ্র করতেই এই বিশেষ উদ্যোগ।

শুধু খড়গপুর স্টেশনেই নয়, দিনভর দফায় দফায় দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর শাখার বিভিন্ন স্টেশনেও চলবে তল্লাশি ও নজরদারি অভিযান।যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং শান্তিপূর্ণভাবে প্রজাতন্ত্র দিবস উদযাপনের লক্ষ্যে এই বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে বলে জানা যায় রেল পুলিশ প্রশাসন সূত্রে।

Latest