Skip to content

দুর্গাপুর থানার পুলিশের বড় সাফল্য, ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধারে গ্রেফতার ২

1 min read

দুর্গাপুর থানার পুলিশের বড় সাফল্য, গত ২৩ নভেম্বর ভিন রাজ্যের এক অজ্ঞাত ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হয় ফরিদপুর এলাকার নামো বাউরি পাড়ায়, পুলিশ তদন্তে নেমে জানতে পারে এটি একটি খুন, এবং সেই খুনের ৪৮ ঘণ্টার মধ্যেই কিনারা করল। জানা গেছে মৃত ব্যক্তির নাম ছোটন দুবে বাড়ি বিহারে। সেই খুনের তদন্তে নেমে ফরিদপুর ফাঁড়ির পুলিশ গতকাল রাত্রে ঝান্ডাবাগ এলাকা থেকে পূজা পাণ্ডে নামে এক মহিলাকে গ্রেফতার করে। এছাড়াও বিশেষ সূত্রে খবর পেয়ে খুনের পেছনে থাকা অপর এক অভিযুক্ত মিত্তিন পাণ্ডে ওরফে মৃত্যুঞ্জয় কে মালদহ থেকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে পূজা পাণ্ডে কে ৩ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। রোমহর্ষক এই খুনের পেছনে বিশেষ সূত্রে জানা গেছে অভিযুক্ত পূজা পাণ্ডে র সাথে ৫ বছরের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল মৃত ছোটন দুবে র, সেই সম্পর্কে চিড় ধরায় পূজা তার দাদা মিত্তিন পাণ্ডে কে সাথে করে সমস্ত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টায় গত ২১ নভেম্বর ফরিদপুরের ছোটন দুবে র ভাড়া বাড়িতে পৌঁছায়, সম্ভবত ছোটন না মানায় তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। পরবর্তীতে পূজা ও তার দাদা ছোটনের মৃতদেহ ভাড়া বাড়িতেই রেখে ভোরবেলা বাইরে থেকে তালা বন্ধ করে চম্পট দেয়। গত বৃহস্পতিবার ভাড়া বাড়ির মালিক গৌতম সাহা বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয়। যদিও এই ঘটনায় মুখ খুলতে চায়নি অভিযুক্ত পূজা পাণ্ডে। খুনের কারণ জানতে এখনও তদন্ত চালাচ্ছে দুর্গাপুর পুলিশ।

Latest