পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রবিবার ২১শে ডিসেম্বর সাত সকালে দুর্গাপুর থেকে নয়াগ্রাম যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা। শালবনী থানার অন্তর্গত গোদাপিয়াসাল এলাকায় যাত্রাপালার কর্মীদের নিয়ে আসা একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় অন্তত ৯ জন গুরুতরভাবে আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাসটিতে মোট ৩৫ জন যাত্রাশিল্পী ও কর্মী ছিলেন। তাঁরা নয়াগ্রামে একটি যাত্রানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। ভোরের দিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে বাসটি।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে শালবনী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।