Skip to content

তাইওয়ানের পর কেঁপে উঠল চিন!

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পের পর আজ বৃহস্পতিবার সকালে ভূমিকম্প অনুভূত হল চিনে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে চিনের কিংহাই প্রদেশে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। চিনের সংবাদ মাধ্যম থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮ টা ৩৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। চিনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল কিংহাই প্রদেশের উত্তর-পশ্চিমে মাঙ্গা সিটিতে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। এই ভূমিকম্প গতকালের তাইওয়ানের শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্পের আফটার শক কি না, তাও জানা যায়নি।বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। ভূমিকম্প অনুভূত হয় পড়শি চিন, জাপান, ফিলিপিন্সেও। তাইওয়ানে ভূমিকম্পে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা হাজার পার করেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দ্বীপরাষ্ট্র জুড়ে। কমপক্ষে শতাধিক বাড়িঘর ভেঙে গিয়েছে বলেই জানা গিয়েছে। ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতাও জারি করা হয় জাপান-ফিলিপিন্সে। তবে শেষ অবধি সুনামি আছড়ে পড়েনি। যদিও পরপর ভূমিকম্প হওয়ায় বড় কোনও বিপদের আশঙ্কা করছেন অনেকে।কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে একাধিক বাড়ি ভেঙে পড়ার খবর মিলেছে। স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গিয়েছে, পূর্ব তাইওয়ানের অন্যতম পর্যটনকেন্দ্র হুয়ালিয়েনেই ২৬ টা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। রাস্তা মাঝখান থেকে দু'ভাগ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সেইসব একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে কম্পনের ভয়াবহতা যে কতটা তীব্র ছিল তা বোঝা যাচ্ছে।

Latest