Skip to content

ER Press Release: কাহালগাঁও থেকে নিউ ফরাক্কা পর্যন্ত এনটিপিসি পরিচালিত নিজস্ব লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ : ভারতীয় রেলের সঙ্গে কোনও সম্পর্ক নেই!

নিজস্ব সংবাদদাতা :  আজ ১লা এপ্রিল মঙ্গলবার আনুমানিক ভোর  ০৩:০০টায় এনটিপিসি পরিচালিত নিজস্ব লাইনে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষের একটি দুঃখজনক ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইস্টার্ন রেলওয়ে জানিয়েছে যে এই লাইনটি সম্পূর্ণরূপে এনটিপিসির মালিকানাধীন এবং পরিচালিত, যা কাহালগাঁও ও ফরাক্কা থার্মাল পাওয়ার প্ল্যান্টের মধ্যে সংযোগ স্থাপন করে। এটি সাধারণভাবে “এনটিপিসি লালমাটিয়া এমজিআর” নামে পরিচিত এবং এর কার্যক্রম ভারতীয় রেলের সঙ্গে কোনওভাবেই সম্পর্কিত নয়। ফলে, এই ঘটনার সঙ্গে ভারতীয় রেলের কোনও সংশ্লিষ্টতা নেই। এমজিআর লাইনের ট্রেন চলাচল, লোকোমোটিভ, ক্রু, রক্ষণাবেক্ষণ, সংকেত ব্যবস্থা সম্পূর্ণরূপে এনটিপিসির তত্ত্বাবধানে পরিচালিত হয়।তবে, এনটিপিসি কর্তৃপক্ষ মালদা বিভাগ থেকে সহায়তা চেয়েছে এবং মালদা বিভাগের পক্ষ থেকে সাহিবগঞ্জ থেকে ১৪০ টন ধারণক্ষমতাসম্পন্ন একটি ক্রেন সরবরাহ করা হয়েছে। ভারতীয় রেল এনটিপিসি কর্তৃপক্ষকে পুনরুদ্ধার কাজে সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।এই দুর্ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য এনটিপিসি কর্তৃপক্ষ থেকে পাওয়া গেলে জানানো হবে। ইতিমধ্যেই রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন।সেই সঙ্গে গুরুতর আহত ৪ জন। তাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করার সম্ভাবনার কথা জানা গিয়েছে। ভয়াবহ রেল দুর্ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

PRESS RELEASE FROM CPRO EASTERN RAILWAY

Latest