Skip to content

এবিটিএ মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার বার্ষিক সাধারণ সভা!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : নিখলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো শনিবার। এদিন বিকেলে সংগঠনের জেলা দপ্তর গোলোকপতি ভবনে আয়োজিত এই সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সদর মহকুমা সম্পাদক শ্যামল ঘোষ।সভার শুরুর মুখে সংগঠনের পতাকা উত্তোলন ও শোক প্রস্তাব উত্থাপন করেন আঞ্চলিক শাখার সভাপতি সুদীপ কুমার খাঁড়া। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন শাখার সম্পাদক গৌরী শংকর সাহু। আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ তারক নাথ ভূঞ্যা। সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন এগারো জন প্রতিনিধি। এদিনের সভায় জেলা সম্পাদক জগন্নাথ খান, জেলা সভাপতি মৃণাল কান্তি নন্দ, মহকুমা সভাপতি সুরেশ কুমার পড়িয়া,সবিতা মান্না,সোনালী সিনহা,নির্মল কুমার প্রামাণিক,সত্যকিংকর হাজরা,অভিষেক দে,বিষ্ণু দে, বাদল দুয়ারী সহ অন্যান্য শিক্ষক নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভায় যোগদেন মেদিনীপুর সদর ব্লকের বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দ। সভায় সভাপতিত্ব করেন সুদীপ কুমার খাঁড়া ও মিলন বটব্যালকে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী। এদিনের সম্মেলনে মঞ্চের নামকরণ করা হয়েছিল প্রয়াত শিক্ষক সুকুমার মান্না ও প্রয়াত শিক্ষক ইয়াসিন আলী এবং প্রয়াত অধ্যাপক ড.তপনজ্যোতি বন্দোপাধ্যায়ের স্মরণে। অবিলম্বে বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান, শূন্য পদ গুলোতে দ্রুত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ,সম কাজে সম বেতন,মধ্যশিক্ষা পর্ষদ ও মাদ্রাসা শিক্ষা পর্ষদে পুনরায় নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনা সহ নানা দাবিতে সোচ্চার হন সভায় উপস্থিত প্রতিনিধি ও নেতৃত্ববৃন্দ।

Latest