Skip to content

ঝাড়গ্রামে আয়কর কারখানায় হানা রাত পর্যন্ত চলল ইডির তল্লাশি!

1 min read

নিজস্ব সংবাদদাতা: ২৮শে জানুয়ারী বুধবার ঝাড়গ্রামের একটি স্পঞ্জ আয়রন কারখানায় দুপুর নাগাদ ইডির দফতরের একটি প্রতিনিধি দল তল্লাশি অভিযান চালায়। ঝাড়গ্রাম ব্লকের জীতুশোল এলাকায় অবস্থিত কারখানায় প্রায় দশ জন ইডির আধিকারিক পৌঁছান। নিরাপত্তার স্বার্থে তাঁদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন। এদিন আয়-ব্যয় সংক্রান্ত নথি, হিসাবপত্র ও অন্যান্য আর্থিক রেকর্ড খতিয়ে দেখেন ইডির আধিকারিকরা।কারখানা কর্তৃপক্ষের দাবি, এটি আয়কর দফতরের একটি ‘রুটিন রেড’। কোনও নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তল্লাশি নয়। নিয়মিত যাচাই প্রক্রিয়ার অংশ হিসাবেই এই অভিযান চালানো হয়েছে। সূত্রের খবর, অভিযানটি রাত পর্যন্ত চললেও এই বিষয়ে আয়কর দফতরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এই তল্লাশি অভিযানের ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সূত্র মারফত খবর এলাকার সরকারি জমি, পাট্টার জমি,ফরেস্ট এর জমি দখল করে ভুয়ো কাগজ বানিয়ে দেশের বিভিন্ন ব্যাঙ্ক মডগেজ দিয়ে মোটা অঙ্কের টাকা বিদেশে পাচার সহ একাধিক অভিযোগে তদন্ত চলছে বলে জানা গেছে।

Latest