নিজস্ব সংবাদদাতা : প্রায় ১১ঘন্টা টানা জিজ্ঞেসাবাদের পর বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে অভিযুক্ত র বাড়ি থেকে বেরিয়ে গেলো ইডির টিম। সোমবার ভোর বেলাতেই বড়সড় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বালি চক্রে আর্থিক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এই হানা বলে সূত্রের দাবি।অভিষেক পাত্রর বাড়িতে সকাল থেকে অভিযান চালাচ্ছিলো ইডি।০৩.০২.২০২৫ কেশিয়ারি থানা জাল সিও দিয়ে বালিনিয়ে যাওয়ার জন্য ২টি বালি গাড়ি আটক করে পুলিশ কেস ফাইল করে।

সেখানে ২ জন ড্রাইভারকে গ্রেপ্তার করে। তার অরুন সরাফের গাড়ির ড্রাইভার। তাদের কে জেরা করে ফেক সিও সম্পর্কে জানতে পারে পুলিশ। অরুন সরাফের জিডি মাইনিং এর নামে জাল সিও ব্যাবহার করে বালি পাচার রাজ্য পুলিশের করা সেই মামলা কে ইডি মূল মামলার সাথে ট্যাগ করে তদন্ত শুরু করে। সেই মামলায় অভিষেক পাত্রর নাম রয়েছে। পাশাপাশি অভিষেক অরুন সরাফের বালি মাপার 'মা জগধাত্রী' ওয়েব্রীজে কাজ করে।জাল সিও তার মাধ্যমে সরবরাহ হত বলে ইডি সূত্রের খবর।তদন্তকারীদের অনুমান, জাল সিও-র একটি বড় অংশ অভিষেকের মাধ্যমেই সরবরাহ হত। তল্লাশির সময় ইডি বেশ কিছু নথি, নথিভুক্ত হিসাবপত্র ও ডিজিটাল ডেটা সংগ্রহ করেছে বলে জানা গেছে।