পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ষষ্ঠ সেমিস্টারে পরীক্ষার প্রশ্নপত্রের ১২ নম্বর প্রশ্ন যেখানে লেখা রয়েছে মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হয়েছে ,? ঘিরে বিতর্ক দেখা দিয়েছে।এই প্রশ্নপত্র নিয়ে নিন্দা জানিয়েছে মেদিনীপুরের বিপ্লবীদের পরিবারের সদস্যরা। তেমনি প্রতিবাদ জানিয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।

বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সমস্ত কলেজগুলির ষষ্ঠ সেমেস্টারের ইতিহাস অনার্সের সি ১৪ পেপারের “মর্ডান ন্যাশনালিজম ইন ইন্ডিয়া” পরীক্ষা ছিল। ওই পেপারের ‘ক’ বিভাগের ১২ নম্বর দাগের প্রশ্ন ছিল,‘মেদিনীপুরের তিন জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন? মেদিনীপুরের বিপ্লবীদের সন্ত্রাসবাদী আক্ষ্যা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের। নিন্দা ও প্রতিবাদের ঝড় জেলা জুড়ে। বৃহস্পতিবার ১০ জুলাই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই বিষয়টি নিয়ে প্রেস কনফারেন্স করেন।বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বোর্ড অফ স্টাডিজের যিনি কনভেনার তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্ষমা চেয়েছেন এই বিষয়টি নিয়ে।