নিজস্ব প্রতিবেদন : দুর্গা পুজোতে সকলে ঠাকুর পরিদর্শনে বেরোলেও বঞ্চিত হন দাদু-দিদারা।তাই এবার বাড়িতে থাকা দাদু দিদাদের নিয়ে প্যান্ডেল হোপিংয়ে বেরোনো হবে।দাদু দিদাদের মুখে হাসি ফুটিয়ে তাদের সবাইকে সার্বজনীন দুর্গাউৎসব ও প্যান্ডেল হোপিংয়ে বেরোনো হবে ।অনুষ্ঠানে সম্মানিত হয়েছে ডাক্তার,মনোরোগ বিশেষজ্ঞ এবং সেলিব্রিটিরা।সংস্থার পক্ষ থেকে প্রবীণ ব্যক্তিদের মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হবে উপহার সামগ্রী।এছাড়াও রয়েছে খাওয়ারের এলাহি আয়োজন।সব মিলিয়ে দাদু ঠাকুমাদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ সম্পাদক নীলাদ্রি ও বিপ্লবী সংবাদ দর্পনের প্রতিনিধিরা।