পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সারা দেশের সঙ্গে পালিত হচ্ছে মেদিনীপুরে খুশির ঈদ । টানা একমাসের রমজানের রোজা রাখার পর আজ সোমবার উৎসবে গোটা বিশ্বের মুসলিম সমাজ মেতে উঠেছে। 'ইদ' শব্দের সামাজিক অর্থ উৎসব আর আভিধানিক অর্থ পুনরাগমন বা বারবার ফিরে আসা। তাই প্রতি বছরই মুসলমানদের জীবনের ফিরে আসে এই সব থেকে বড় উৎসব বছরের প্রথম ঈদ।উদযাপিত হয় দীর্ঘ ১ মাস রোজা রাখার পর। যাকে বলা হয় ঈদুল-ফিতর বা রোজার ইদ, মুসলিম ধর্মাবলম্বীরা এই দিনটি খুবই আনন্দের সঙ্গে পালন করেন। সারা দেশের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পালিত হচ্ছে খুশির উৎসব ঈদ। তাই এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন মসজিদ ও ঈদগা গুলিতে লক্ষ্য করা গেলো ঈদের নামাজ পাঠের জন্য মুসলীম সম্প্রদায়ভুক্ত মানুষের ভীড়। নামাজ শেষে একে অপরকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করলেন সকলে।
সবাই এ দিন সাধ্যামতো ভালো পোশাক পরেন। ঘরে ঘরে উৎসবের আয়োজন হয়। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীরাও এই আনন্দের অংশীদার হয়। দরিদ্ররাও এ দিন টিকে যথাযোগ্য মর্যাদা আনন্দের মধ্যে দিয়ে সাধ্যমত পালন করেন। এ দিন সকালে বাড়িতে মহিলাদের ঈদের দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজের পর একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে।ও আত্মীয়-স্বজনের সঙ্গে কুশল বিনিময় করেন। বাড়ির ছোটদের দেন ইদির উপহার। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই কোলাকুলি-সহ সালাম ও শুভেচ্ছার হাত বাড়িয়ে দেয়।

