Skip to content

ইদ পালিত হবে বৃহস্পতিবার, ১১ এপ্রিল!

নিজস্ব সংবাদদাতা : অবশেষে অপেক্ষার অবসান। ভারতে ঘোষণা করা হল ইদ-উল-ফিতরের দিনক্ষণ। যদিও মঙ্গলবার সন্ধ্যার আকাশে ইদের চাঁদের দেখা মেলেনি। এর জন্য বুধবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেশবাসীকে। তবে মঙ্গলবারই খুশির ইদের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে একাধিক মসজিদ কমিটির পক্ষ থেকে। ইদ-উল-ফিতর ভারতে পালিত হবে আগামী ১১ এপ্রিল, বৃহস্পতিবার। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা, দিল্লি, লখনউ, বেঙ্গালুরু সহ একাধিক শহর থেকে ইদের চাঁদ দেখার অপেক্ষায় ছিলেন মুসলিমরা। কিন্তু, ফাঁকি দিয়েছে চাঁদ।

Latest