Skip to content

এল আই সির ধামাকা পলিসি "জীবন উৎসব"

1 min read

পশ্চিম মেদিনীপুর অপূর্ব মজুমদার: গত ২৯শে নভেম্বর লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এলআইসি) চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মোহান্তি একটি নতুন প্ল্যান 'জীবন উৎসব' উদ্বোধন করেন । এই উপলক্ষে গত ৩০শে নভেম্বর এল আই সি খড়্গপুর ডিভিশন সাংবাদিক সম্মেলন হয় , উপস্থিত ছিলেন ডিভিশনাল ম্যানেজার মনোজ কুমার পাত্র, মার্কেটিং ম্যানেজার মনোজ নাথানিয়েল, সেলস টীম ম্যানেজার পার্থসারথি বিদ্যাভূষণ, প্রোডাক্ট ম্যানেজার সুব্রতু পাণ্ডা, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অফিসার সম্রাজ্ঞী চক্রবর্তী প্রমুখ। গ্রাহকদের জন্য আবার একটি বিশেষ প্রকল্প নিয়ে হাজির হল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এলআইসি)। এই প্রকল্পের নাম ‘জীবন উৎসব’। এই প্রকল্পের আওতায় গ্রাহকেরা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন। এটি একটি নন লিঙ্কড, নন পার্টিসিপেটিং, সেভিংস, সম্পূর্ণ জীবনের বিমা প্রকল্প। কোনও গ্রাহক এই বিমা কেনার পরে প্রিমিয়াম পরিশোধের মেয়াদ বেছে নিতে পারেন। এর পরে নির্দিষ্ট সময়ের পর থেকে সংশ্লিষ্ট গ্রাহক বিমা করা অর্থের ১০ শতাংশ ফেরত পেতে থাকবেন। পলিসির পাশাপাশি এখানে জীবন বিমার কভারেজও দেওয়া হয়।মনোজ কুমার পাত্র বলেন দেশের অর্থনীতিতে এল আই সি এর ভূমিকা অনেক, প্রায় সব আকল্পেই এলআইসি টাকা ঢেলেছে। রেলকে বিনা সুদে দের লক্ষকোটি টাকা লোন দিয়েছে * এলআইসি। প্রথম দিনেই ২৪ হাজার পলিসি বিক্রি হয়েছে।সেখানেই বলা হয়েছে যে এই পলিসি কিনলে কোনও গ্রাহক সারা জীবন নিশ্চিত রিটার্নের সঙ্গে সম্পূর্ণ জীবনের বিমাও পাবেন।তবে এই পলিসি কেনার আগে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। এই পলিসিতে গ্রাহকেরা কভারের শুরুতেই দু’টি বিকল্পের মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবেন।

প্রথম বিকল্প: নিয়মিত আয়ের সুবিধা

দ্বিতীয় বিকল্প: ফ্লেক্সি আয়ের সুবিধা

প্রথম বিকল্পের ক্ষেত্রে লাইফ অ্যাসিয়োর্ড জীবিত থাকলে পলিসি করার পর প্রতি বছর বেসিক সাম অ্যাসিয়োর্ডের ১০ শতাংশের সমান অর্থ প্রতি পাবেন। দ্বিতীয় বিকল্পের ক্ষেত্রে, পলিসি হোল্ডার নিজে যদি জীবিত থাকেন সেই ক্ষেত্রে তিনি বেসিক সাম অ্যাসিওর্ডের ১০ শতাংশের সমান অর্থ ফ্লেক্সি আয় হিসাবে পাবেন। তবে, এই দুই ক্ষেত্রেই সমস্ত প্রিমিয়ামের অর্থ আগেভাগে জমা দিতে হবে।

এই বিমায় কোনও গ্রাহক ন্যূনতম পাঁচ লক্ষ টাকা আয় করতে পারেন। আয়ের সর্বোচ্চ অঙ্কের কোনও সীমা নেই। পাশাপাশি, প্রকল্প শুরুর ৫ থেকে ১৬ বছর পর্যন্ত প্রিমিয়াম দিতে পারবেন বিনিয়োগকারীরা। পরিবর্তে জীবনভর রিটার্ন পেতে থাকবেন।

১৮ বছর পূরণ হলেই কোনও বিনিয়োগকারী এই পলিসিতে বিনিয়োগ করতে পারবেন। প্রিমিয়াম বন্ধের সর্বাধিক বয়স ৭৫। কোনও বিনিয়োগকারী চাইলে লিখিত অনুরোধের মাধ্যমে ফ্লেক্সি আয়ের সুবিধার ৭৫ শতাংশ পর্যন্ত অর্থ তুলে নিতে সক্ষম হবেন। 

Latest