নিজস্ব সংবাদদাতা : গত ৮ ই মার্চ শনিবার রাত ৮:০০ নাগাদ হিউম্যান রাইটস্ অ্যান্ড অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশনের যুব সম্পাদক ও সমাজ কর্মী নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি ফোন আসে। যে রাসবিহারী মোড়ের কাছে একজন অতি বৃদ্ধ দম্পতি অসুস্থ অবস্থায় পড়ে আছেন এবং সবার কাছে সাহায্য চাইছেন। সূত্র অনুযায়ী ওই পড়ে থাকা বৃদ্ধ ভদ্রলোক নাকি একসময় ওই অঞ্চলের দাঁতের ডাক্তারবাবু ছিলেন। এই খবর পেয়েই, রাতের মধ্যে তিনি লোকাল থানাকে বিষয়টি জানিয়ে দেন। হাসপাতালের সাথে আগাম কথা বলে পরের দিন রবিবার সকালেই ১০ টার মধ্যে সেই জায়গায় পৌঁছে যান। প্রথমে এতো লোক দেখে ওই বৃদ্ধ দম্পতি একটু ভয় পেলেও পরে নীলাদ্রি বাবুর চেষ্টায় সেই জট কাটে। তিনি একটুও দেরি না করে তাদের সেই জায়গা থেকে আম্বুলেন্স এ নিয়ে দক্ষিণ কলকাতার একটি সরকারি হাসপাতালে তাদের সম্পূর্ণ চিকিৎসা করানোর ব্যবস্থা করে দেন। গত ১৩ই মার্চ হাসপাতাল থেকে তাঁদের ছাড়ার পর, তাঁদের পুরোনো পোশাক পরিবর্তন করিয়ে একটি সরকারি হোম এ ভালো ভাবে বাকি জীবনটা কাটানোর সম্পূর্ণ ব্যবস্থা করে দেন। সদ্য ক্যান্সার আক্রান্ত একমাত্র ছেলেকে হারিয়ে তারা যেন নীলাদ্রি র মধ্যে দিয়ে আবার এক নতুন সন্তান কে খুঁজে পেলেন। এই সমস্ত কাজে নীলাদ্রি বাবুর সাথে সারাক্ষণ ছায়ার মতন ছিলেন আর এক সমাজকর্মী পূর্বাশা মুখার্জী। এই ভাবেই চারিদিকে অনেক খারাপের মাঝেও কলকাতার দেখালেন এক মানবিকতার নিদর্শন। এই ঘটনাটি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে সকলে মিলেমিশে বিপদে পাশে থাকার।
