পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : নাম ঘোষণার সাথে সাথেই দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার শুরু মেদিনীপুর বিধানসভা উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী সুজয় হাজরার। রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের চিড়িমারসাই এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে দেওয়াল লিখলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। পরে নির্বাচন নিয়ে তিনি বলেন, বিজেপির কুৎসা অপপ্রচার এবং আর জি করের প্রভাব নির্বাচনে কোন ভাবেই পড়বেনা। তৃণমূল সারা বছর মানুষের পাশে থাকে, তাই শুধু নির্বাচনে প্রচার তৃনমূলের প্রয়োজন নেই। কারন তৃণমূল সারা বছর মানব সেবার মধ্য দিয়ে প্রচারে থাকে। দলের নির্দেশে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, দলনেত্রী ও দলনেতাকে মেদিনীপুর আসন টি জিতিয়ে তাঁদের হাত শক্ত করাই সুজয় হাজরার মুল লক্ষ্য থাকবে বলে জানিয়েছেন তিনি।