পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও ফর্ম সেভেন জমা নেওয়া হচ্ছে না—এই অভিযোগকে সামনে রেখে মেদিনীপুরে ওসি (ইলেকশন) দপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভে বসেন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। বিজেপির অভিযোগ, ফর্ম সেভেন জমা দিতে গেলে তা গ্রহণ করা হচ্ছে না, বরং সংশ্লিষ্টদের বারবার ডেকে এনে হেনস্থা করা হচ্ছে। আজ ফর্ম জমা দেওয়ার শেষ দিন হলেও এখনো পর্যন্ত কোনও ফর্ম নেওয়া হয়নি বলে দাবি তাদের।

এই পরিস্থিতির প্রতিবাদে এবং নির্বাচন কমিশনের নির্দেশ অবিলম্বে কার্যকর করার দাবিতে বিজেপির পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, ভোটারদের গণতান্ত্রিক অধিকার বঞ্চিত করা হচ্ছে এবং অবিলম্বে ফর্ম সেভেন গ্রহণ শুরু না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে।