Skip to content

ভুবনেশ্বরে ওড়িয়া ভাষা সাহিত্যের অভিজাত কবিতা উৎসব!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ১৩ই ডিসেম্বর শনিবার ভুবনেশ্বরে ওড়িয়া ভাষা সাহিত্যের অভিজাত শতদ্রু কবিতা উৎসবে পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক ফাল্গুনী ঘোষ সংবর্ধিত হলেন। উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ফনি মহান্তি, সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক শান্তনু আচার্য, প্রাক্তন মন্ত্রী এবং বিশিষ্ট লেখক প্রফুল্ল চন্দ্র গোড়ায়, এছাড়া বিশিষ্ট লেখক দিবাকর মানসিং, প্রফেসর ডঃ মনোরমা বিশুওয়াল মহাপাত্র, এই সাহিত্য উৎসবে ফাল্গুনী ঘোষ বাংলা ভাষার লিটিল ম্যাগাজিনের ধারা ও পরম্পরা নিয়ে আলোচনা করেন। এটি উড়িয়া ভাষার অন্যতম সেরা শতদ্রু লিটিল ম্যাগাজিনের ৪১তম বর্ষপূর্তি উৎসব।

Latest