নিজস্ব সংবাদদাতা : অদম্য জেদ, একাগ্রতা, ইচ্ছাশক্তি, সেইসঙ্গে শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা। সেসব সঙ্গী করে বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসংকুল জলপথ ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করলেন মেদিনীপুর শহরের ২১ বছরের বাসিন্দা আফরিন যাবি। অবিভক্ত মেদিনীপুর জেলা তো বটেই, বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার এবং মেদিনীপুর শহরের একমাত্র প্রাচীনতম মেদিনীপুর সুইমিং ক্লাবের সাঁতারু আফরিন জাবি ইংলিশ চ্যানেল পার হওয়ার লক্ষ্যের জন্য ইউরোপের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন বুধবার ৯ই জুলাই সন্ধ্যায়। আজ,২৯ জুলাই মঙ্গলবার, ইংল্যান্ডের স্থানীয় সময় রাত্রি তিনটে পঁয়তাল্লিশ নাগাদ, তিনি ইংলিশ চ্যানেল অতিক্রমের লক্ষ্যে ডোভার (ইংল্যান্ড) থেকে যাত্রা শুরু করেছেন নর্দান ফ্রান্স-এর উদ্দেশ্যে। তিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেন।

ইংলিশ চ্যানেল পার করতে সময় লেগেছে ১৩ ঘণ্টা ৪৫ মিনিট।ইংলিশ চ্যানেল (যার দীর্ঘ ৫৬২কিমি),যা ফ্রান্স ও ইংল্যান্ডকে পৃথক করে। বিশ্ববিখ্যাত এই চ্যানেল,যা যে কোনো সাঁতারুর কাছে এক স্বপ্নের সাফল্য।এটা শুধু একজন ব্যক্তির সাফল্য নয়, এটা মেদিনীপুর শহরের এক ঐতিহাসিক গৌরবময় মুহূর্ত।

১৯১১ সালের ২৯ শে জুলাই আজকের দিনে মোহনবাগান ক্লাব খালি পায়ে ব্রিটিশদের হারিয়ে ফুটবলের ইতিহাসে নাম লিখিয়েছিল।আজ,ঠিক সেই দিনে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করল সাহসী সাঁতারু আফরিন জাবি। সে প্রমাণ করলো - মানুষ চাইলে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে।