Skip to content

ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এ সহযোগিতায় পবিত্র রমজান মাসে সামনে রেখে ইফতার পার্টি!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের পবিত্র রমজান মাসে সামনে রেখে এক ইফতার পার্টির আয়োজন করা হয়,কনফেডারেশন অফ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও পীর হজরত দেওয়ান ইয়াদগার শাহ মসজিদের মোওতাল্লি কমিটি সহযোগিতায় - ইফতার পার্টি আয়োজন করা হয়। এইদিন প্রায় ১০০ জন মুসলিম সম্প্রদায়ের মানুষজন এই ইফতার পার্টিতে উপস্থিত হয়েছেন।কনফেডারেশন অফ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মাইনোরিটি সেলের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তারেক বলেন মুসলিম সম্প্রদায়কে মানুষেরা ভোরের আজানের আগে খেয়ে নিয়ত করে রোজা রাখা হয় সারাদিন কোন প্রকারের কিছু না খেয়ে এবং থুতু পর্যন্ত ঘিটা চলে না, তারপর মাগরিবের আজানের আগে ইফতারে বসে আল্লার কাছে প্রার্থনা করা পর আজান হলে সেই সময় খেজুর খেয়ে রোজা খোলা বা ইফতার করা হয়।

Latest