Skip to content

বন দপ্তরের জায়গা দখল করে বাড়ি তৈরী উচ্ছেদ !

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বন বিভাগ কর্তৃক নির্ধারিত সীমার বাইরে বাড়ি নির্মাণ চলমান থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন বাসিন্দারা। তারা অবিলম্বে নবনির্মিত এসব বাড়ি ভেঙে ফেলার দাবি জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর লাগোয়া ২৪ ও ২৫ নং ওয়ার্ডের বৈশাখীপল্লী এলাকায়। এলাকার মানুষের অভিযোগ, বন দপ্তরের তরফে নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়ার পরেও সেই সীমা অতিক্রম করে বন দপ্তরের জায়গায় প্রতিদিন তৈরী হচ্ছে নতুন নতুন বাড়ি।অন্যদিকে যারা বন দপ্তরের জায়গায় বাড়ি তৈরী করেছেন, তারা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, ভাঙলে সকলের ভাঙতে হবে, তাহলে কোন আপত্তি নেই।যদিও বন দপ্তরের আধিকারিক জানান, এলাকাবাসীর দাবি দাওয়া শুনলাম। যারা বন দপ্তরের জায়গা নতুন করে দখল করেছে, তাদের সকলের জবর দখল উচ্ছেদ করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনি পরিণতির মুখোমুখি নেওয়া হবে।

Latest