Skip to content

২৪ জন ভুয়ো শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন DI চাপেশ্বর সর্দারকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : কলকাতা হাই কোর্টে এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলার রায় ঘোষণা হয়েছে। ইতিমধ্যেই তা নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে। এদিকে ২৪ জন ভুয়ো শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন DI চাপেশ্বর সর্দারকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়। গত মঙ্গলবার ৩০শে এপ্রিল তাঁকে সিআইডি হেফাজত থেকে আদালতের অনুমতি নিয়ে সোন অ্যারেস্ট করা হয় এবং বৃহস্পতিবার ২রা মে বিকেল সাড়ে ৩টা নাগাদ তাঁকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়। মেদিনীপুর জেলা আদালতের বিচারপতি তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আপাতত মেদিনীপুর সেন্ট্রাল জেলেই ঠাঁই হচ্ছে প্রাক্তন DI চাপেশ্বর সর্দার। আপাতত মেদিনীপুর সেন্ট্রাল জেলে গিয়েই তাঁকে জেরা করা হবে বলে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে । জেলা সূত্রে খবর, ২০২৩ সালের ৩০ এপ্রিল পর্যন্ত চাপেশ্বর সর্দার পশ্চিম মেদিনীপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি অবসর গ্রহণ করেন। পশ্চিম মেদিনীপুর জেলার আগে তিনি পূর্ব মেদিনীপুর জেলার ডিআই ছিলেন।

Latest