নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রামে প্রাক্তন বন আধিকারিকের সমীর মজুমদার চাকুরী থেকে অবসর নেবার পর সারা দেশের মানুষকে বন, বন্য প্রান, প্রকৃতি এবং পরিবেশের উপকার ও তার সংরক্ষনে এগিয়ে আসতে ৯০.৪ এফ.এম রেডিও, ঝাড়গ্রাম মাধ্যমে সচেতনতার কাজ শুরু করেছেন চার বছর আগে। গত মঙ্গলবার ২২শে মে ২০২৪ সেই অসাধারন কাজের দুশো দিন অর্থাৎ চারশো ঘন্টা হয়ে গেল। প্রতি বুধবার সকাল নয়টা থেকে এগারোটা অবধি তার এই সরাসরি সম্প্রচার শোনা যায় ৯০.৪ এফ.এম. রেডিও মিলন থেকে। কোনরকম সাম্মানিক ছাড়াই চার বছর ধরে ব্যাতিক্রমি এই অনুষ্ঠান তিনি করে চলেছেন।সমীর মজুমদার, বন বিভাগের, পশ্চিমবঙ্গ বন সেবার অবসরপ্রাপ্ত আধিকারিক। দীর্ঘ বত্রিশ বছর চাকুরী সূত্রে ছয়টি জেলা এবং উনিশটি জায়গায় তিনি বন আধিকারিক হিসেবে চাকুরী করেছেন। ২০১৮ সালের ডিসেম্বর মাসে তিনি অবসর নিয়েছেন। দীর্ঘ বত্রিশ বছর চাকুরী সূত্রে জলদাপাড়ায়, মালবাজার, কুচবিহার, চিলাপাতা, আমবাড়ী-ফালাকাটা, সারুগাড়া, বলরামপুর, গোপীবল্লভপুর, লোখাশুলি, মানিকপাড়া, ঝাড়গ্রাম, পড়িহাটি, হাতিবাড়ী, বাঁকুড়া, পুরুলিয়া সবশেষে ঝাড়গ্রাম জেলায় কাজ করেছেন।নানান অভিজ্ঞতা নিয়ে তার রহস্য জঙ্গলে, আবার জঙ্গলে, জঙ্গল থেকে জঙ্গলে, বন আধিকারিকের চোখে বুনো হাতি, জঙ্গলের অ্যাডভেঞ্চার সহ বেশ কয়েকটি বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তিনি আনন্দ বাজার পত্রিকা,উত্তরের সারাদিন,বিপ্লবী সংবাদ দর্পন সহ বেশ কিছু পত্র-পত্রিকায় বনও পরিবেশের নিয়মিত লেখক।তার সচেতনতার অনুষ্ঠানে রয়েছে তার চাকুরী জীবনের নানান রোমাঞ্চকর ঘটনা সহ বন ও বন্য প্রানীদের পরিবেশের নানান উপকার ও তাদের প্রয়োজনীয়তা। রয়েছে বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব জল দিবস, বিশ্ব ব্যাঘ্র দিবস, বিশ্ব চিতা দিবস, বিশ্ব বন্য প্রান দিবস, রেজারস দিবস.... সহ নানান দিনের গুরুত্ব। এই অনুষ্ঠান সারা বিশ্বের মানুষ শুনতে পারেন মোবাইল ফোনে রেডিও গার্ডেন অ্যাপেও।