নিজস্ব সংবাদদাতা : কলকাতা, হায়দরাবাদ, মুম্বই, দিল্লি সফরের পর লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলকে নিয়ে জামনগরে যান মেসি। সেখানে আম্বানি পরিবারের সদস্যরা মেসি ও তাঁর সতীর্থদের পারিবারিক অতিথির মতোই আপ্যায়ন করেছেন বলে খবর।

কী সেই সারপ্রাইজ? সূত্রের খবর, আম্বানিদের বনতারায় এবার স্থায়ী বাসিন্দা হতে চলেছেন লিওনেল। আসলে মেসির সম্মানে অনন্ত আম্বানি এবং রাধিকা আম্বানি বনতারার একটি সিংহশাবকের নাম রেখেছেন ‘লিওনেল।’

এমনিতে প্রায় ৩০০০ একর বিস্তৃত বনতারায় ৪৩ প্রজাতির ২০০০ প্রাণী রয়েছে। এশিয়ার বিরল সিংহ, তুষারচিতা, একশৃঙ্গ গণ্ডার-সহ একাধিক বিরলতম প্রাণীর বাসস্থান এই চিড়িয়াখানা। সেখানে এবার বড় হবে লিওনেলও।

আম্বানি পরিবারের সদস্যেরা মেসি-সাক্ষাৎ নিজেদের মধ্যেই রেখেছেন। ফলে রিলায়্যান্স ফাউন্ডেশন পরিচালিত প্রায় ৩০০০ একর বিস্তৃত বন্যপ্রাণী উদ্ধার, সংরক্ষণ ও চিকিৎসাকেন্দ্রে মেসিরা কী কী করেছেন, তা প্রকাশ্যে আসেনি।

বনতারার ভিতরে যে মন্দির আছে, সেখানে নিয়ে যাওয়া হয় মেসিদের। হিন্দু রীতি মেনে পুজোও দেন আর্জেন্টিনার মহাতারকা। সঙ্গে ছিলেন দুই সতীর্থ সুয়ারেজ এবং ডি’পল।

গলায় রুদ্রাক্ষের মালা পরে মন্দিরে মাথা ঝুঁকিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে মেসিকে। ভারতে সমর্থকদের ভালবাসায় আপ্লুত মেসি। অম্বানী গোষ্ঠীর আমন্ত্রণে মঙ্গলবার রাতেই গুজরাতের জামনগরে বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র ‘বনতারা’-র উদ্দেশে রওনা হয়ে যান। সেখানে এক রাত কাটিয়ে বার্সেলোনা উড়ে যান মেসি।